(১) অতিঘনত্বে মাছ চাষ করলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়
(২) পুকুরের তলদেশে অত্যারিক কাদা থাকলে তা পচে আন্যান্য গ্যাস উৎপন্ন হয় যা অক্সিজেনের পরিমান কমিয়ে দেয়
(৩) অত্যাধিক খাবার আপচয় হলে তা তলদেশে জমা হয়েও গ্যাস উৎপন্ন হয় যা অক্সিজেনের পরিমান কমিয়ে দেয়
(৪) আকাশ মেঘলা হয়ে ঘোমট পরিবেশ ধারণ করলে বা নিন্মচাপ তৈরী হলে
(৫) অতিরিক্ত বৃষ্ঠি বা অতিরিক্ত শীত পড়লে
(৬) পানির গভীরতা বেশি হলে অথবা কোন কারনে সূর্যের আলো পানির গভীরে প্রবেশ করতে না পারলে
(৭) লাগাতার কয়েকদিন সূর্যের আলো দেখা না গেলে,

ইত্যাদি কারনে অক্সিজেন কমে যেতে পারে।

Leave a Reply