Book your product today! 01810-198203

এয়ারেটর ব্যাবহার করে কি ৫-৬ গুন মাছ চাষ করা যায়

হ্যা সম্ভব, তবে আপানি একটি এয়ারেটর ব্যাবহার করলেই ৫-৬ গুন মাছ চাষ করতে পারবেন না, এটার একটি হিসাব রয়েছে, প্রতিটি মেশিনের জন্য হিসাব এক রকম নয়,
যেমন- আপনার ১০০ শতাংশ একটি পুকুর রয়েছে, এটিতে আপনি একটি সার্জ বা ওয়াটার কুলিং এয়ারেটর ব্যবহার করছেন তাহলে সেই পুকুরে আপানি সর্ব্বোচ্চ দ্বিগুন ঘনত্বে মাছ চাষ করতে পরবেন, আপনি যাদি ঘনত্ব বাড়াতে চান তাহলে এয়ারেটর সংখ্যা বাড়াতে হবে, না হলে বেশি ক্ষমতার এয়ারেটর ব্যবহার করতে হবে ।

এ বিষেয়ে সিদ্ধান্ত নিতে অবশ্যই দক্ষ লোকের পরামর্শ নিন ।

Share the Post: