এয়ারেটর ব্যবহার করলে মাছের স্বাভাবিকের তুলনায় আনেক কম ঔষধ দিতে হয়, কারণ মাছের বৃদ্ধির জন্য কিছু ভিটামিন, মিনারেল দেওয়া প্রয়োজন হতে পারে, তবে পুকুরে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকলে মাছের রোগ কম হয়, এতে মাছের বিভিন্ন রোগের ঔষধ লাগেনা বললেই চলে । এবং অক্সিজেনের পরিমাণ ঠিক থাকলে পানির গুণগত মানও ঠিক থাকে, ফলে এই সকল ঔষধ লাগেনা বললেই চলে । আর অক্সিজেন ট্যাবলেট তো লাগেই না, এতে খামারীর আনেক খরচ সাশ্রয় হয় ।

Double speed aerator – Leading agrotechnology – aerator company Bangladesh
Double speed aerator – Leading agrotechnology – aerator company Bangladesh Features of double speed aerator: – 2 HP made