এয়ারেটর ব্যবহার করলে কি পানেতে এমোনিয়া দূর হয়
কোন এয়ারেটরই পানিতে সরাসরি এমোনিয়া দূর করেনা । এয়ারেটর ব্যবহার করলে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, এই অক্সিজেন পনিতে থাকা আন্যান্য গ্যাসের (এমোনিয়া, ফসফেট, নাইট্রেট) সাথে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলোর পরিমাণ পানি থেকে কমিয়ে দেয় । পুকুরে এমোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেলে অবশ্যই পুকুরের তলদেশ পরিস্কার করতে হবে ।