এয়ারেটর কি

এয়ারেটর একটি যন্ত্র যা মাছ, চিংড়ি বা কাকড়া চষের জলাশয়ে প্রাকৃতিক অক্সিজেন বৃদ্ধিতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাখা ঘুরিয়ে বা সরাসরি বাহিরের অক্সিজেন মিশ্রিত বাতাস পানির গভীরে প্রবেশ করিয়ে, পানির ভিতরে অক্সিজেনের লেভেল ঠিক রাখার যন্ত্রের নামই হচ্ছে এয়ারেটর। যেমনঃ সার্জ এয়ারেটর, ডাবল স্পিড এয়ারেটর, প্যাডেল হুইল এয়ারেটর, রিং ব্লোয়ার, রুটস ব্লোয়ার ইত্যাদি