এয়ারেটর কি সারাদিন চালু রাখতে হয়

এয়ারেটর চালু রাখার বিষয়টি নির্ভর করে পুকুরে মাছের ঘনত্ব কি পরিমণ দেওয়া হয়েছে তার উপর, অধিক ঘনত্বে (৩-৬ গুন) মাছ চাষ করলে আপনাকে প্রয়োজন বোধে দিন ও রাতের বিভিন্ন সময়ে এয়ারেটর চালু রাখতে হয় । তবে স্বাভাবিক ঘনত্বে (১-২গুন) চাষের ক্ষেত্রে সন্ধ্যায় , মাঝরাতে এবং শেষরাতে ২ ঘন্টা করে মোট ৬ ঘন্টা এয়ারেটর চালালেই হয় […]
এয়ারেটর ব্যবহার করলে কি পানেতে এমোনিয়া দূর হয়

কোন এয়ারেটরই পানিতে সরাসরি এমোনিয়া দূর করেনা । এয়ারেটর ব্যবহার করলে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, এই অক্সিজেন পনিতে থাকা আন্যান্য গ্যাসের (এমোনিয়া, ফসফেট, নাইট্রেট) সাথে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলোর পরিমাণ পানি থেকে কমিয়ে দেয় । পুকুরে এমোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেলে অবশ্যই পুকুরের তলদেশ পরিস্কার করতে হবে ।
এয়ারেটর ব্যবহার করলে কি মাছের রোগ হয়

এয়ারেটর ব্যবহার করলে পানিতে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকে । অক্সিজেনের পরিমাণ ঠিক থাকলে মাছের রোগ কম হয়, হয়না বললেই চলে, এতে মাছের বিভিন্ন রোগের ঔষধ লাগেনা ।
এয়ারেটর ব্যবহার করলে কি মাছের অন্যান্য ঔষধ দিতে হয়

এয়ারেটর ব্যবহার করলে মাছের স্বাভাবিকের তুলনায় আনেক কম ঔষধ দিতে হয়, কারণ মাছের বৃদ্ধির জন্য কিছু ভিটামিন, মিনারেল দেওয়া প্রয়োজন হতে পারে, তবে পুকুরে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকলে মাছের রোগ কম হয়, এতে মাছের বিভিন্ন রোগের ঔষধ লাগেনা বললেই চলে । এবং অক্সিজেনের পরিমাণ ঠিক থাকলে পানির গুণগত মানও ঠিক থাকে, ফলে এই সকল ঔষধ […]