অনেকেই প্রশ্ন করেন আমি পাবদা চাষ করব , অনেকে বলেন কই, শিং, বা কার্প জাতীয় মাছ বা তেলাপিয়া বা চিংড়ি চাষ করব এর জন্য কোন এয়ারেটর ভাল হবে?
আসলে এয়ারেটর এর কাজ হল পুকুরে অক্সিজেন বৃদ্ধি করা । প্রতিটি এয়ারেটর এর একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন পানিতে মেশানোর ক্ষমতা রয়েছে । সুতরাং আপনার যে পরিমাণ অক্সিজেন পানিতে মেশানো প্রয়োজন, সেই ক্ষমতা সম্পন্ন মেসিন আপনাকে নিতে হবে । এর মূল কথা হল কোন এয়ারেটর কোন নির্দিষ্ট মাছ চাষের জন্য নয়, সকল এয়ারেটর সকল মাছ বা চিংড়ি বা কাকড়ার জন্য ব্যবহার করা যাবে ।