এয়ারেটরে বিভিন্ন হর্স পাওয়ারের (ঘোড়া ) মটর যেমন ১ বা ২ হর্স পাওয়ারের (ঘোড়া ) মটর ব্যবহার হয় । ১ হর্স পাওয়ারের (ঘোড়া ) মটর ঘন্টায় ১ ইউনিটের কাছাকাছি এবং ২ হর্স পাওয়ারের (ঘোড়া ) মটর ঘন্টায় ২ ইউনিটের কাছাকাছি বিদ্যুৎ খরচ করে ।
উদাহরণ হিসারে বলা যায়, যদি আপনার একটি ২ হর্স পাওয়ারের (ঘোড়া ) ডাবল স্পিড এয়ারেটর আপনার পুকুরে দিনে ৬ ঘন্টা ব্যবহার করেন তাহলে আনপনার বিদ্যৎ বিল আসতে পারে
দিনে = ৬ x ২ =১২ x ৪.৫ = ৫৪ টাকা (যদি আবাসিক মিটার হয় এবং মিটারে ২০০-৩০০ ইউনিটের কাছাকাছি খরচ হয়), মাসে ৫৪ x ৩০ = ১৬২০ টাকা এর কাছাকাছি খরচ হবে ।